জাতীয়

‘তারেক এখন বাংলাদেশের নাগরিক নন’

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন বাংলাদেশের নাগরিক নন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে আশ্রয় পাওয়ার পর তারেক রহমান কি এখন বাংলাদেশের নাগরিক? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের নাগরিক তো নয়ই, উনি (তারেক রহমান) পাসপোর্ট সারেন্ডার করে দিয়েছেন।’ তিনি বলেন, তবে তিনি (তারেক রহমান) যদি ভবিষ্যতে বাংলাদেশে ফিরে আসতে চান বা নাগরিকত্ব ফিরে পেতে চান তখন ফিরে পেতে পারেন। তবে আপাতত তার বাংলাদেশি নাগরিকত্ব নেই।’ আইনমন্ত্রী বলেন, উনি (তারেক রহমান) যদি বলে থাকেন আমি পাসপোর্ট সারেন্ডার করে দিলাম, আমি থাকতে চাই না- এর মানেটা কী? আমি বাংলাদেশি পাসপোর্ট রাখতে চাই না, তাহলে এখানে তার আইডেন্টিটিটা কী?’ ‘যতক্ষণ পর্যন্ত তিনি (তারেক রহমান) বাংলাদেশের পাসপোর্টে ছিলেন ততক্ষণ পর্যন্ত তার আইডেন্টিটি ছিল বাংলাদেশের একজন নাগরিক। যেখানে তিনি স্বেচ্ছায় বলছেন, আমি আমার বাংলাদেশি পাসপোর্টটা সারেন্ডার করে দিলাম। যখন তিনি ট্রাভেল ডকুমেন্টটা (পাসপোর্ট) সারেন্ডার করে দেন, তখন কি বলা যাবে তিনি তখনও বাংলাদেশের নাগরিকত্ব রেখে দিয়েছেন? প্রশ্ন ছুঁড়ে দেন আইনমন্ত্রী। তারেককে দেশে ফিরিয়ে আনা যাবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশের নাগরিক না হলেও জাতিসংঘের ‘মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট’র আওতায় ব্রিটেনের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি সম্পাদন করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। যদিও এই মুহূর্তে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি করা নেই। তবে, এই চুক্তি করতে কোনো বাধা নেই। বিডিজবসের সিইও গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুরকে গ্রেপ্তার এবং তাকে ছেড়ে দেওয়ার যে অভিজ্ঞতা, তা আমাদের জন্য শিক্ষণীয়। অন্তত আমি শিখেছি এবং আমি সংশ্লিষ্টদের বলেছি- যদি আগামীতে পুলিশ এমন ধরনের নালিশ পায়, পদক্ষেপ নেওয়ার আগে অনুসন্ধান করে অভিযোগ সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে যেন ব্যবস্থা নেয়। এমন ভুল সরকারের কাম্য নয়। এমন ভুল যদি ভবিষ্যতে হয়, তাহলে যার দ্বারা হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ সংবাদ সম্মেলনে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/নঈমুদ্দীন/মুশফিক