জাতীয়

চিকিৎসাসেবার মানোন্নয়নে মনিটরিং জোরদারের সুপারিশ

সচিবালয় প্রতিবেদক : চিকিৎসাসেবার মান উন্নয়নে চিকিৎসকদের অধিক সচেতন হওয়া এবং এ ব্যাপারে মনিটরিং জোরদারের সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে রোববার সংসদ ভবনে এ সভা হয়। সভায় কমিটির সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মো. ইউনুস আলী সরকার, শরিফুল ইসলাম জিন্নাহ এবং জুয়েল আরেং অংশ নেন। সভায় গ্র্যাজুয়েট অকুপেশনাল থেরাপিস্ট পদ সৃজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৮/হাসান/রফিক