জাতীয়

আন্দোলনের নতুন পথ খুঁজতে তিন মাসের অপেক্ষা মওদুদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : তিন মাস পর সরকারবিরোধী আন্দোলনে নতুন কর্মসূচির ইঙ্গিত দিয়ে নেতাকর্মীদের ধৈর্য্য ধরতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘এখন সময় এসেছে প্রতিবাদ জানানোর। এই প্রতিবাদ শুধু মানববন্ধন ও সেমিনারে সীমাবদ্ধ রাখলে হবে না।' ‘এখন ভয়ভীতি ও শঙ্কাকে উপেক্ষা করে প্রতিবাদ এবং প্রতিরোধের নতুন পথ খুঁজে বের করতে হবে, সেটাও হবে। আর একটু অপেক্ষা করেন। আর মাস তিনেক ধৈর্য ধরেন’, বলেন বিএনপির এই অন্যতম নীতিনির্ধারক। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে 'শফিউল বারী মুক্তি পরিষদ'। মওদুদ আহমদ বলেন, ‘আওয়ামী লীগ শক্তিশালী আছে র‌্যাব, পুলিশ ও বিজিবির জন্য, সরকারের প্রশাসন ও তাদের ক্ষমতার জন্য। কিন্তু এটা ক্ষীণ হয়ে আসবে। আর জনগণের গণজোয়ার দেখে তখন এই প্রশাসন, পুলিশ ও বিজিবি আস্তে আস্তে সরে পড়বে।’ খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে যাবে বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম হলে বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করবে, জানিয়ে মওদুদ আহমদ বলেন, ‘আমাদের কাছে খবর আছে- ঢাকা এবং বিভিন্ন অঞ্চল থেকে সাদা পোশাকে এজেন্টদের পাঠানো হচ্ছে কেন্দ্র দখল করে ব্যালট ব্যাক্সে ভুয়া ব্যালট পেপার ঢুকানোর জন্য।' মওদুদ আহমদ বলেন, ‘গাজীপুরে যে গণজোয়ার, এই গণজোয়ার আগামী সাধারণ নির্বাচনেও আসবে। আর আওয়ামী লীগ সেই গণজোয়ারে ভেসে যাবে। কেউ রক্ষা করতে পারবে না।’ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্যাটেলাইট মহাকাশে পরিভ্রমণ করবে। এতে আমরা গর্বিত। কিন্তু আমরা জানতে চাই, এই প্রকল্পে কত অর্থ অপচয় ও দুর্নীতি হয়েছে? আমাদের দাবি হবে, সরকারকে জানাতে হবে যে, এই প্রকল্পে কত টাকা খরচ হয়েছে এবং কীভাবে খরচ হয়েছে? কাদের মাধ্যমে খরচ হয়েছে? কাদেরকে এই চুক্তি দেওয়া হয়েছিল? কত টাকায় চুক্তি দেওয়া হয়েছিল? পরিপূর্ণ মনিটরিং করার জন্য যে তত্ত্বাবধান করা প্রয়োজন, সেটা করা হয়েছে কি না? এগুলো দেশের মানুষের জানার অধিকার আছে বলে আমি মনে করি।’ আয়োজক সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ ফয়েজ উল্লাহ ফয়েজের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ বক্তব্য রাখেন। রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৮/রেজা/রফিক