জাতীয়

আগামী তিন দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে

রাইজিংবিডি ডেস্ক : দেশজুড়ে আগামী তিন দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে  পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহের অনেক স্থানে স্থায়ীভাবে বিজলী চমকানোসহ বজ্র বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘণ্টায়  ৪০-৫০ কিলোমিটার। তথ্যসূত্র : আবহাওয়া অধিদপ্তর, বাসস রাইজিংবিডি/ঢাকা/১৪ মে ২০১৮/সাইফ