জাতীয়

২০ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস দাবি

নিজস্ব প্রতিবেদক : ২০ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকের ঈদ বোনাস ও বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে পতাকা মিছিল পূর্ব সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি। সমাবেশে বক্তারা বলেন, ঈদ বোনাস দয়া নয় বরং শ্রমিকদের আইনগত অধিকার । অথচ অনেক গার্মেন্টস মালিক ঈদ বোনাস দেয় না, অথবা দিলেও ইচ্ছা মাফিক। তাই আগামী ২০ রমজানের মধ্যে সব গার্মেন্টস কারখানার শ্রমিককে ঈদ বোনাস ও বেতন-ভাতা পরিশোধের দাবি জানান বক্তারা। তারা বলেন, প্রতি বছরই কিছু  মালিক ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস এবং বেতন-ভাতা নিয়ে নানা রকম টালবাহানা এবং ছলচাতুরির আশ্রয় নেই। এর ফলে এসব কারখানার শ্রমিকদের অমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতে হয়। কোনো মালিক এ বছর প্রতারণার আশ্রয় নিলে তাকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য  সরকারের কাছে দাবি জানান বক্তারা। ফেডারেশনের সভাপতি আমিরুল হক্ আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আরিফা আক্তার, কেন্দ্রীয় নেতা ফারুক খান, শাফিয়া পারভীন, ফরিদুল ইসলাম প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৫ মে  ২০১৮/মামুন খান/  শাহেদ