জাতীয়

অসহ্য গরমের পর স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : কয়েকদিনের অসহ্য গরমের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ স্বস্তির বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৮১ মিলিমিটার। এ ছাড়া চট্টগ্রামে ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত চার/পাঁচ দিন বৃষ্টি না হওয়ায় অসহ্য গরম পড়েছিল। গতকাল বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বেোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া খুলনা, সাতক্ষীরা, যশোর, ঢাকা ও কিশোরগঞ্জ অঞ্চলসমূহের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৮/ইভা/এনএ