জাতীয়

রামপুরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রামপুরার হাজীপাড়া এলাকায় সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। পরে  শনিবারের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া অবরোধ দুপুর সোয়া ১টা পর্যন্ত চলে। এ  সময় সড়কের দুই দিকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মালিবাগ ও উত্তর বাড্ডা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এ সময় সাধারণ মানুষ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান। উত্তরা থেকে আসা বাসযাত্রী সিদ্দিকুর রহমান রাইজিংবিডিকে বলেন, মেরুল বাড্ডায় বাসে চল্লিশের মিনিটের মতো বসে ছিলাম। পরে বাধ্য হয়ে হেঁটেঁ রওয়ানা দেই। আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করে বলেন, গত তিনমাস ধরে আমরা বেতন পাই না। কবে পাব তাও জানি না। এছাড়া ঈদে বোনাসেরও কোনো খবর নাই। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। বৃহস্পতিবার বিকেলে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার জানান, ‘শ্রমিকরা অবস্থান নেওয়ায় এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে ট্রাফিক পুলিশও কাজ করছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৮/মাকসুদ/সাইফ