জাতীয়

রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ

সচিবালয় প্রতিবেদক : রোহিঙ্গা সমস্যা সমাধানে রাশিয়া ও চীনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা আরো বাড়ানোর সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ডা. দীপু মনি এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মুহাম্মদ ফারুক খান, কাজী নাবিল আহমেদ, রাজী মোহাম্মদ ফখরুল, সেলিম উদ্দিন এবং বেগম মাহজাবিন খালেদ সভায় অংশ নেন। সভায় বলা হয়, রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিরা কক্সবাজার পরিদর্শন করেছেন। তাই কক্সবাজার বিমানবন্দরকে আরো আধুনিক ও সম্প্রসারিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে। কমিটি রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে পাঠানোর পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করেছে। সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৮/হাসান/রফিক