জাতীয়

বাস ডিপোতে আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জোয়ার সাহারার বিআরটিসির বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এ বিষয়ে তদন্ত পরিচালনা করবে। শনিবার দুপুরে রাজধানীর এলেনবাড়ির বিআরটিএ’র কার্যালয়ে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ, পরিবহন নেতা ও মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ নির্দেশ দেন। প্রসঙ্গত, গতকাল রাতে রাজধানীর জোয়ার সাহারার বিআরটিসি বাস ডিপোতে রাখা ১১টি বাস আগুনে পুড়ে যায়। ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল মধ্যরাতে রাজধানীর জোয়ার সাহারার বিআরটিসির বাস ডিপোতে আকস্মিক অগ্নিকাণ্ডে এ বাসগুলো পুড়ে যায়। এই ১১টি বাসের মধ্যে আটটি বাস সচল ছিল।’ তিনি বলেন, এই অগ্নিকাণ্ড কোনো নাশকতা কিনা তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর এ অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তা কর্মীরা কোথায় ছিল সেটিও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সেতুমন্ত্রী কাদের আরো বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৮/হাসান/মুশফিক