জাতীয়

ডিএমপির আর্থিক সক্ষমতা বৃদ্ধির চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, তারা তাদের আর্থিক সক্ষমতা বিভিন্নভাবে বৃদ্ধির চেষ্টা করছেন। রোববার সকালে ডিএমপি সদর দপ্তরে আহত পুলিশ সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কমিশনার এ কথা জানান। আছাদুজ্জামান মিয়া বলেন, ডিএমপির সদস্যরা বিনা চিকিৎসায় যাতে কষ্ট না পায় বা অর্থাভাবে চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে আমরা সচেষ্ট রয়েছি। শুধু পুলিশ সদস্য নয়, তাদের পরিবারের কেউ আক্রান্ত হলেও আমরা তাদের পাশে দাঁড়াই। আমাদের আর্থিক সক্ষমতা বিভিন্নভাবে বৃদ্ধির চেষ্টা চলছে। আশা করা যায়, সক্ষমতা বৃদ্ধি পেলে আপনাদের সাহায্যের পরিমাণও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে আহত ৭৪ জন পুলিশ সদস্যকে চিকিৎসা ব্যয় হিসেবে ১৯ লাখ ৯৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। ডিএমপি কমিশনার বলেন, কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ভার আমাদের। কর্তব্যকালে কেউ আহত হলে তার উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে চিকিৎসা আমরা করিয়ে থাকি। স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা এসব বিষয়ে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৮/নূর/রফিক