জাতীয়

বয়লার চালুর আগে পরীক্ষা করার পরামর্শ

অর্থনৈতিক প্রতিবেদক : দুর্ঘটনা এড়াতে ঈদের ছুটির পর বয়লার চালুর আগে সেফটি ডিভাইসগুলো পরীক্ষা করার পরামর্শ দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। সোমবার শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দীর্ঘদিন বয়লার বন্ধ থাকলে তা পুনরায় চালুর পূর্বে সেফটি ডিভাইসগুলো পরীক্ষা না করার কারণে  দুর্ঘটনার আশঙ্কা থাকে। এতে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এ বিবেচনায় ঈদের ছুটির পর বয়লার চালুর আগে সেফটি ডিভাইসগুলো পরীক্ষা করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৮/নাসির/ইভা