জাতীয়

ঈদের আগেই তাদের অন্যরকম ঈদ

নিজস্ব প্রতিবেদক : যেন তারার মেলা বসেছিল  রাজধানী ঢাকার কারওয়ান বাজার এলাকার পান্থকুঞ্জ পার্কে। ছোট-বড় শতাধিক শিশু-কিশোর, তাদের প্রত্যেকের হাতে লেগেছিল কাঁচা মেহেদী। সুবিধা বঞ্চিত এসব শিশু-কিশোররাই ছিল এদিনের অতিথি। সবার মুখে হাসি। সবাই উৎফুল্ল। মঙ্গলবার এমনি চিত্র দেখা গেছে সংগঠন ‘গোমতী’ আয়োজিত ‘পথের মানুষের ঈদ আয়োজন ও পথশিশুদের মেহেদী উৎসব’ অনুষ্ঠানে। আয়োজকরা জানান, শিশু-কিশোর ও পথের মানুষদের সাথে এ ঈদ আয়োজনে প্রধান অতিথি ছিল শিশুরাই। তাদেরকে আনন্দ দিতে পেরে তার গর্বিত। এতে আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড কমিউনিকেশন সার্ভিসের ডিরেক্টর শাহ জামাল খান, বার্তাবাজারের সম্পাদক ও প্রকাশক নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

চার ঘণ্টাব্যাপী আয়োজনের শুরুতেই শিশুদের বিভিন্ন পরিবেশনা ওঠে আসে। পরে শুরু হয় মেহেদী উৎসব। এ আনন্দঘন মুহূর্তগুলো ছবিতে বেধেঁছেন সংগঠনের সদস্যরা। এ ছবি যেন অগ্রিম ঈদের আলাদা আনন্দ। এছাড়া অনুষ্ঠানে পথের মানুষদের সাথে মতবিনিময় শেষে তাদের মাঝে সেমাই, দুধ, চিনিসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের উদ্যোগে সুবিধা বঞ্চিত এই মানুষদের নিয়ে এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

   

রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৮/সাইফ