জাতীয়

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজের মধ্যদিয়ে পালন করছে তাদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব। শনিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। চিফ হুইপ আ স ম ফিরোজ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও অনুমিত হিসাব কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, সংসদ সচিবালয়ের কর্মচারী এবং সাধারণ মানুষ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি ও জাতীয় অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার বাসভবনে আগত মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। স্পিকার এক বার্তায় দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা  জানান। সবাই পরিবার পরিজন নিয়ে ঈদে সুন্দর সময় কাটাতে পারেন সেজন্য দেশবাসীর শুভকামনা করেন তিনি। রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৮/আসাদ/সাইফ