জাতীয়

নেই কর্মচাঞ্চল্য, সচিবালয়ে ছুটির আমেজ

জ্যেষ্ঠ প্রতিবেদক : যথাযথ মর্যাদায় আনন্দ উৎসবে উদযাপিত হলো ঈদুল ফিতর। সেই সঙ্গে শেষ হয়ে গেল ঈদুল ফিতরের তিন দিন ছুটিও। সোমবার থেকে খুলেছে সরকারি অফিস। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে ফেরেনি কর্মচাঞ্চল্য। আজ সকাল ৯টা থেকে অফিস শুরু হলেও সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল কম। নির্বাচনী এলাকা থেকে ফিরেননি বেশিরভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রিরাও। এখানে এখনো বিরাজ করছে ঈদের ছুটির আমেজ। সোমবার সকাল থেকে সচিবালয় ঘুরে এমন চিত্রই দেখা গেছে। সকাল থেকে সচিবালয়ে মূল ফটকে, গেটগুলোতে সুনসান নিরবতা। স্বাভাবিক কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারী, আমলাদের পদচারণায় যেখানে মুখরিত থাকত সচিবালয় ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সেখানে অনেকটাই নিস্তবদ্ধতা। ফাঁকা সচিবালয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও নেই তেমন কোনো ব্যস্ততা। দর্শনার্থীর ভিড়ে যেখানে লোকজনে ঠেলাঠেলি করত সেই দর্শনার্থী রুম পড়ে আছে খালি। তবে যারাই প্রথম কর্মদিবসে এসেছেন সচিবালয়ে তাদের সবাইকে ঈদ শুভেচ্ছা বিনিময় আর কুশলাদিতে সময় পার করতে দেখা গেছে। আজকে অফিসের খুব একটা কাজ কর্ম হবে না বলেও জানান তারা। ঈদের ছুটি কম হওয়ায় অনেকেই ছুটি নিয়েছেন। কেউ কেউ অফিস শেষ হওয়ার আগেই চলে আসবেন, পথে আছে। সচিবালয়ে কর্মচাঞ্চল্য ফিরতে দুই এক দিন লাগতে পারে বলে জানিয়েছেন উপস্থিত কর্মকর্তারা। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, পানি সম্পদ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম, পাট ও বস্ত্র, টেলিযোগাযোগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি খুবই কম। কোনো কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তার কক্ষ তালাবদ্ধ অবস্থায়ই রয়েছে। অনেক কক্ষে চেয়ার টেবিল ফাঁকা পড়ে রয়েছে। যারা এসেছেন তারা ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত। কেউ কেউ অলস সময় পার করছেন। সকালে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ সহকারী সচিব ও সিনিয়র সহকারী সচিবের ১১১টি সৃষ্টপদ স্থগিতাদেশ প্রত্যাহার, তাদের বেতন স্কেল ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ, অভিন্ন জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন করে পদোন্নতিসহ ৫দফা দাবিতে অর্থ মন্ত্রণালয়ে ও জনপ্রশাসন সচিবের কাছে স্মারকলিপি দিয়েছে। সোমবার সকাল থেকে সচিবালয়ে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, , তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী। আরো অনেক মন্ত্রী বিকেলের মধ্যে সচিবালয়ে এসে অফিস করবেন। মন্ত্রীরা সচিবালয়ে এসেই কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। গণমাধ্যমের কর্মীদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন কেউ কেউ। শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত শুক্র, শনি ও রোববার (১৫, ১৬, ১৭ জুন) সরকারি ছুটি ছিল। এবার ঈদের ছুটিতে দুদিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় বাড়তি ছুটি হিসেবে ছিল মাত্র একদিন রোববার (১৭ জুন)। রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৮/নঈমুদ্দীন/ইভা