জাতীয়

লাগাতার অবস্থান কর্মসূচিতে ননএমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক : এমপিভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ননএমপিও শিক্ষক কর্মচারীরা। সোমবার সকাল থেকে তারা জাতীয় প্রেসক্লাবের উল্টো পাশে এ কর্মসূচি পালন শুরু করেন। এর আগে গত আট দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসলেও ঈদের আগে সরকারের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে লাগাতার কর্মসূচিতে বসেছেন। ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, আমরা ১৮ থেকে ২০ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করছি। আমাদের বেতন-ভাতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বারবার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী আমাদের মুখের দিকে তাকিয়ে এমপিওভুক্তির ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। তিনি বলেন, আমরা ভেবেছিলাম ঈদের আগেই সরকারের পক্ষ থেকে জোরালো কোনো আশ্বাস নিয়ে শিক্ষক কর্মচারীরা বাড়ি ফিরে যাবে। কিন্ত সেটি না হওয়ায় আমাদের এ আন্দোলন তীব্রতর করে তোলা হবে। রমজান ও ঈদের জন্য আমাদের আন্দোলন কর্মসূচি অর্ধদিবস পালিত হলেও সোমবার সকাল থেকে লাগাতর অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন জেলা থেকে শিক্ষক কর্মচারীরা ঢাকামুখী হচ্ছেন। সবার উপস্থিতিতে এ আন্দোলন জোরালো করে তোলা হবে। এ সময় তিনি দাবি আদায় ছাড়া বাড়ি ফিরে যাবেন না বলেও ঘোষণা দেন। টানা নয় দিন ধরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশের সড়কে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। ঈদের নামাজও তারা আদায় করেছেন সড়কে। এরপর তারা ঈদের দিন ভুখা মিছিলও করেন।

   

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৮/সাওন/ইভা