জাতীয়

মহাখালীতে গাড়ির চাপায় গাড়িচালক নিহত

নিজস্ব প্রতিবেদক : মহাখালী ফ্লাইওভারের ঢালে গাড়ির চাপায় সেলিম ব্যাপারী (৪৫) নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। কাজ শেষে বাসায় ফিরতে বাসের জন্য অপেক্ষা করার সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাড়ির চাপায়  মারা যান তিনি। সেলিম তেজগাঁওয়ের নাখালপাড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন। বুধবার দুপুরে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তবে পুলিশ গাড়িটিকে আটক করতে পারেনি। কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মোহাম্মদ শামীম হোসেন জানিয়েছেন, রাত সাড়ে ১০টায় কাজ শেষে বাসায় ফেরার জন্য অপেক্ষা করার সময় নিহত হন সেলিম। যে গাড়ি তাকে চাপা দিয়েছে তার নম্বর- ঢাকা মেট্রো ১৩-৭৬৫৫। বিআরটিএতে ওই  নম্বর পাঠিয়ে গাড়ির মালিকের বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। ওসি আরো জানান, নিহত সেলিমের গ্রামের বাড়ি বরিশালে। তিনি মহাখালীর একটি ডেভেলপার প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন। নিহতের মেয়ের জামাই আরিফ ভূঁইয়া বাদি হয়ে মামলা করেছেন। এ বিষয়ে আরিফ গণমাধ্যমকে  বলেন, ‘আমার শ্বশুর মঙ্গলবার রাতে বাসায় যাওয়ার জন্য মহাখালী ফ্লাইওভারের ঢালে বাসের অপেক্ষায় ছিলেন। বেপরোয়া গতিতে চালানো একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি  পড়ে যান। এরপর গাড়িটি কিছু দূর এগিয়ে যায়, কিন্তু আবার পিছিয়ে এসে তার মাথার ওপর চাকা উঠিয়ে দেয়। মাথা ফেটে মগজ বের হয়ে তিনি মারা যান।’ রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৮/মাকসুদ/এনএ