জাতীয়

‘মাদকের পৃষ্ঠপোষকদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু মাদক ব্যবসায়ী নয়, যারা এ পেশায় পৃষ্ঠপোষকতা করেন, গোয়েন্দাদের মাধ্যমে তাদেরও তালিকা করা হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব। মঙ্গলবার দুপুর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। যারা মাদক ব্যবসাকে পেশা হিসেবে নিয়েছেন তাদের জন্য দুঃসংবাদ হলো- আপনারা হয় কারাগারে, না হলে কোথায় যাবেন সেটা আপনারাই দেখবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে (ডিএনসি) ঢেলে সাজানো হবে, উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদকের জন্য নতুন আইন হচ্ছে। এটি হলে তারা আরো গতি পাবে। সংস্থাটিকে ঢেলে সাজানো হবে। আইনে ইয়াবার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হচ্ছে। ইয়াবার চোরাচালান ঠেকাতে টেকনাফ অঞ্চলকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা মহানগরীতে প্রতিদিন মাদকের আখড়া শনাক্ত করে তা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রতিদিন পুলিশ মাদকবিরোধী অভিযান চালাচ্ছে এবং এটা প্রতিদিনই চলবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান, ডিএনসির মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৮/নূর/রফিক