জাতীয়

নিউইয়র্কের উদ্দেশ্যে এলজিআরডি মন্ত্রীর ঢাকা ত্যাগ

নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কের উদ্দেশ্যে রোববার ঢাকা ত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আগামী ১০ থেকে ১৩ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামের সভায় বাংলাদেশের টেকসই পানি ব্যবস্থাপনা ও স্যানিটেশন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন তিনি। জাতিসংঘের সদস্যভূক্ত দেশসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ এ সভায় অংশগ্রহণ করবেন। মন্ত্রীর নেতৃত্বে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সভায় অংশগ্রহণ করবে। আগামী ১৫ জুলাই মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৮/আসাদ/শাহনেওয়াজ