জাতীয়

জাহাঙ্গীর আলম বিটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. জাহাঙ্গীর আলম। এর আগে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মো. জাহা্ঙ্গীর আলম ১৯৮৪ সনের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসাবে সুনামগঞ্জ জেলায় যোগদান করেন। ২০১১ সনে ভারতের নয়াদিল্লীস্থ ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড ম্যানপাওয়ার রিসার্চ (আইএমএআর) থেকে হিউম্যান রিসার্চ প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (এইচআরডিএন্ডপি) এর ওপর এমএ ডিগ্রি লাভ করেন। ২০১১ সনে মিরপুরস্থ ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড সার্ভিস কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি রাঙ্গামাটি সদর, কুমিল্লা সদর ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় উপজেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক, জীবন বীমা করপোরেশনের জিএম, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের উপপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) প্রকল্প পরিচালক এবং তদানীন্তন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ) পদে কর্মরত ছিলেন। তিনি ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর হতে টেলিযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৮/ইয়ামিন/সাইফ