জাতীয়

‘প্রশংসনীয় কাজ করছে কোস্টগার্ড’

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সমুদ্র পথে মানবপাচার ও মাদক চোরাচালান রোধে বাংলাদেশ কোস্টগার্ড প্রশংসনীয় কাজ করছে। তারা এ ধরনের অপরাধ রোধে আরো জোরালো ভূমিকা রাখতে পারে। বুধবার রাজধানীর একটি হোটেলে এশিয়ার ১৮টি দেশের কোস্টগার্ডের সমন্বয়ে দুই দিনব্যাপী ওয়ার্কিং লেভেল মিটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সারা বিশ্বে সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য পাচার, চোরাচালান, অবৈধ অস্ত্র, মানবপাচার ও অবৈধ মৎস্য আহরণসহ সমুদ্রে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে, তাদেরকে কঠোর হাতে প্রতিরোধ করছে কোস্টগার্ড। তিনি আরো বলেন, বিভিন্ন দেশের সমুদ্র ও উপকূলবর্তী অঞ্চলে উদ্ধার তৎপরতা, পরিবেশ দূষণ প্রতিরোধ, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সদস্য রাষ্ট্রগুলোর কোস্টগার্ড বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ, উপকূলীয় বিভিন্ন আইনের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক জোরদার করা হয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৮/মাকসুদ/রফিক