জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক ঘটনায় মো: সোহরাব হোসেন (৩৫), আব্দুল মতিন (৫০) ও মো: সৌরভ (১৮) নামের তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ও বিকেলের দিকে তারা মারা যান। খিলগাও থানা এলাকায় বাসাবোর গোড়ানে স্ত্রী মোছা: সাবিনার সঙ্গে শনিবার সকালে ঝগড়া হয় পেশায় রিকশাচালক সোহরাব হোসেনের। এরপর তিনি রাগ করে বেশ কয়েকটি ঘুমের বড়ি খান। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে শাহবাগ থানার সেগুন বাগিচা এলাকায় বাসের ধাক্কায় আব্দুল মতিন নামের একজন কাঠ ব্যবসায়ী নিহত হন। তিনি উত্তর বাড্ডার মৃত আব্দুল লতিফের ছেলে। মিরপুর থেকে গুলিস্তানগামী একটি বাস থেকে  মৎস ভবনের সামনে নামার সময় অন্য বাস তাকে ধাক্কা দেয় বলে জানান পথচারী মোয়াজ্জেম। তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে মালিবাগে শাহী মসজিদের পাশে নির্মাণাধীন এসইএল এপার্টমেন্টের ৫ তলায় লিফটে চাপা পড়ে ইলেক্ট্রিক মিস্ত্রির সহযোগী মো: সৌরভ নিহত হন। ভবনের সুপারভাইজার আব্দুল কাদের জানান,  ৯ তলা থেকে লিফট নামছিলো। ৫ তলায় এলে হঠাৎ সৌরভ চাপা পড়ে। তিনটি ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৮/নূর/শাহনেওয়াজ