জাতীয়

বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল করবে

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ ও মরক্কোর মধ্যে সমুদ্রপথে সরাসরি বাণিজ্যিক জাহাজ (মার্চেন্ট শিপ) চলাচলের লক্ষ্যে দুই দেশ কাজ করছে। খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং মরক্কোর তানজেন মেড বন্দরের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল করবে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সাথে তার দপ্তরে বাংলাদেশ নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ হুরোরোর সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং মরক্কো দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর হামিদ মাচৌর এ সময় উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৮/হাসান/সাইফ