জাতীয়

মিরপুরে ‘গুপ্তধনের’ সন্ধানে চলছে অভিযান

নিজস্ব প্রতিবেদক : বাড়ির মাটির নিচে গুপ্তধন আছে এমন জনশ্রুতি তৈরির পর ঢাকার মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বাড়ির মালিক মনিরুল আলম। বাড়ির নিচে গুপ্তধন আছে, শুনে প্রতিনিয়ত মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করে। এতে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ আশঙ্কায় গত ১৪ জুলাই থানায় জিডি করেন তিনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়াও দিয়েছে প্রশাসন। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার বাড়িতে খনন কাজ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে মিরপুর থানা এলাকার ১০ নম্বর সেকশনের সি ব্লকের ১৬ নম্বর লেনের ১৬ নম্বর বাড়িতে এ খনন কাজ শুরু করেন শ্রমিকরা। মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির  জানান, মনিরুল আলম নামে ওই ব্যক্তির বাড়ির মাটির নিচে গুপ্তধন রয়েছে এ মর্মে করা জিডির পরিপ্রেক্ষিতে খনন কাজ চলছে। খনন কাজ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে থানায় জিডি নথিভুক্ত হওয়ার পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেন ওই বাড়ি খনন করা হয় সেজন্য ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করেন দাদন ফকির। দাদন ফকিরের আবেদনে বলা হয়, জিডির আবেদনকারী বলেছেন, যদি গুপ্তধন পাওয়া যায় তাহলে তা বেওয়ারিশ সম্পত্তি হিসেবে তিনি তা সরকারি কোষাগারে দিয়ে দেবেন। রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৮/নূর/ইভা