জাতীয়

গুপ্তধন উদ্ধার কাজ সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার যে বাড়িতে গুপ্তধন সন্ধানে খনন কাজ শুরু হয়েছিল তা সাময়িক স্থগিত রাখা হয়েছে। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুজ্জামান জানিয়েছেন, আগামীকাল রোববার পুনরায় অনুসন্ধান শুরু হবে। শনিবার সকাল ১০টা থেকে মিরপুর ১০ নম্বর সেকশনের সি ব্লকের ১৬ নম্বর লেনের ১৬ নম্বর বাড়িতে খনন কাজ শুরু হয়। বিকেল পৌনে ৪টা পর্যন্ত ২০ জন শ্রমিক ঘরের চার ফুট পর্যন্ত খনন করেন। তবে গুপ্তধন পাওয়া যায়নি।  ওই সময়ই আনোয়ারুজ্জামান আজকের মতো উদ্ধার কাজ সাময়িক স্থগিত করেন। আনোয়ারুজ্জামান বলেন, ‘বাড়িটি পুরোনো। আমাদের কাছে এটি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় আজকের মতো খনন কাজ স্থগিত ঘোষণা করা হলো। আগামীকাল আবারও গুপ্তধন উদ্ধার কাজ শুরু করা হবে।’ তবে রোববার কখন কাজ শুরু হবে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি তিনি। মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির বলেন, বাড়ির মালিকের আবেদনের প্রেক্ষিতে গুপ্তধন উদ্ধারের  কাজ শুরু করেছি। কাজ শেষ না হওয়া পর্যন্ত বাড়িটির নিরাপত্তায় পুলিশ নিয়োজিত থাকবে। উদ্ধার কাজ শেষ হলে পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হবে। ** মিরপুরে ‘গুপ্তধনের’ সন্ধানে চলছে অভিযান রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৮/নূর/শাহেদ