জাতীয়

‘আমাদেরকে জনগণের সেবক হতে হবে’

নিজস্ব প্রতিবেদক : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. নমিতা হালদার বলেছেন, আমাদেরকে জনগণের সেবক হতে হবে। আর জনগণের সেবক হয়ে জনগণকে সেবা দিতে হবে। সোমবার বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের ব্রিফিং সেন্টারে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৮’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সচিব এ কথা বলেন তিনি। ড. নমিতা হালদার বলেন, প্রত্যেকেরই তার বিবেক খাটিয়ে কাজ করতে হবে। মন্ত্রণালয়, দপ্তরের কর্মকর্তা বলেন, কর্মচারীদের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে, সেই উদ্দেশ্য অর্জনে আমাদেরকে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। পরে তিনি গ্রিসের রাষ্ট্রদূত জসিম উদ্দিনকে জনপ্রশাসন পদক-২০১৮ পাওয়ায় অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. সুজায়েত উল্যা, উপসচিব মোহাম্মদ শাহিন, উপসচিব ড. কাজী কামরুন নাহার, ড. মাছুমা পারভীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, বোয়েসেলের নির্বাহী পরিচালক ড. ইয়ামিন আকবরী, প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৮/ হাসিবুল/সাইফ