জাতীয়

‘ত্রিপুরা আর বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের’

কেএমএ হাসনাত, আগরতলা থেকে : ভারতের ত্রিপুরা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যিঞ্চু দেব বর্মন বলেছেন, ত্রিপুরা আর বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের।  তারকাঁটার বাধা দুদেশের সম্পর্ককে কখনো দূরে সরিয়ে রাখতে পারেনি। ফটো প্রদর্শনীর মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে।  শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডিফটোক্যাফে আয়োজিক ঢাকা-আগরতলা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ফেস্ট-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।  অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবের আহ্বায়ক প্রনব সরকার, শ্যাম সুন্দর জুযেলার্সের কর্ণধার অর্পিতা সাহা বক্তব্য রাখেন। এছাড়া, ডিফটোক্যাফের প্রতিষ্ঠাতা এস আর এফ খান, প্রধান নির্বাহী মোহাম্মদ শরিফ উদ্দীন উপস্থিত ছিলেন।  ডিফটোক্যাফে আয়োজিত প্রদর্শনীতে ১০ দেশের ২০০ ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী ২৯ জুলাই পর্যন্ত চলবে। 'উড়ান সংস্থা' নামের একটি প্রতিষ্ঠান পুরো প্রদর্শনীর ব্যবস্থানার দায়িত্ব পালন করছে।  উপ-মুখ্যমন্ত্রী বলেন, ফটোগ্রাফি এমনই একটি মাধ্যম যা মানুষের মন ছুঁয়ে যায়। একটি ঘটনা লিখতে গেলে হাজার লাইন দিযে বোঝাতে হয়, আর একটি ছবি দিয়েই তা বোঝানো সম্ভব। ফটোগ্রাফি একটি শক্তিশালী মাধ্যম।  এ সময় ত্রিপুরা রাজ্যের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন তিনি। তিনি বলেন, বিশ্বে যখন ক্যামেরার উদ্ভব হয়, এরপর ভারতবর্ষে যখন ক্যামেরার আগমন হয়, তখন দুটি ক্যামেরা ভারতে আসে। এর একটি আসে আগরতলায়।  সেদিক থেকে ত্রিপুরা রাজ্যই ফটোগ্রাফির অগ্রদূত।  ফটো প্রদর্শনীতে রাইজিংবিডির বিশেষ প্রতিনিধি কেএমএ হাসনাতের একটি ছবি প্রদর্শিত হচ্ছে।

 

রাইজিংবিডি/আগরতলা/২৭ জুলাই ২০১৮/হাসনাত/রফিক