জাতীয়

সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করব : নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে চুল পরিমাণ দুর্নীতিও করিনি। আগামীতে যতদিন দায়িত্বে থাকব ততদিন সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে যাব। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে তিন বছর পূর্তি উপলক্ষে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রাম নগরীকে একটি বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। চট্টগ্রামকে একটি গ্রিন সিটি, ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে নগরবাসীর দুর্ভোগের বিষয়টি স্বীকার করে মেয়র বলেন, রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে নগরবাসীকে ভোগান্তি ও কষ্ট পেতে হচ্ছে, এতে আমাদেরও অনেক কষ্ট হয়। আমরা এত কষ্ট করে রাস্তা নির্মাণ করি, পরে অন্য প্রকল্প বাস্তবায়নে তা আবার কেটে ফেলতে হয়। কিন্তু করার কিছু নেই। এসব প্রকল্পগুলো নগরবাসীর সেবার মান বাড়াতেই নেওয়া হচ্ছে। চলমান উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়ন হলে চট্টগ্রাম শহর বিশ্বমানের শহরে রূপান্তর হবে। আ জ ম নাছির উদ্দিন বলেন, উন্নয়নের দীর্ঘমেয়াদী সুফল পাওয়ার জন্য সাময়িক ভোগান্তি সহ্য করার মানসিকতা থাকতে হবে। গত তিন বছরে চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া, চট্টগ্রাম শহরকে এগিয়ে নিতে বেশ কিছু দীর্ঘমেয়াদী প্রকল্পও বাস্তবায়নাধীন রয়েছে। এই তিন বছরে নগরের প্রতিটি ওয়ার্ডের নাগরিকদের উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সেবা দিয়ে আসছি। যতদিন দায়িত্বে থাকব দুর্নীতিমুক্ত থেকে নগরবাসীর সেবায় কাজ করে যাব। আমি মনে করি, কথা নয়, কাজের মাধ্যমে সফলতার পরিচয় দেওয়াই যুক্তিযুক্ত। সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা প্রমুখ। রাইজিংবিডি/চট্টগ্রাম/৩০ জুলাই ২০১৮/রেজাউল/রফিক