জাতীয়

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৮ আজ শুরু

ডেস্ক রিপোর্ট: বলা হয়, শিশুর জন্য মায়ের দুধ মহৌষধ। শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে মায়ের দুধের কোন বিকল্প নেই। ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৮’ আজ শুরু। এ বছর মাতৃদুগ্ধ সপ্তাহ’র মূল প্রতিপাদ্য ‘মায়ের দুধ পান: সুস্থ জীবনের বুনিয়াদ’। মাতৃদুগ্ধ সপ্তাহটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আজ থেকে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আজ দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠান ও পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সরকারি ও বেসরকারি স্কুলে প্রতিপাদ্য বিষয়ের উপর রচনা প্রতিযোগিতা, চিত্রাাঙ্কন প্রতিযোগিতা, সেমিনার ও আলোচনা সভা এবং র‌্যালির আয়োজন করা হয়েছে।’ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৮’ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। প্রদত্ত বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘মায়ের দুধই শিশুর প্রধান খাদ্য। শিশু খাদ্যের প্রাকৃতিক ও অত্যন্ত নিরাপদ উৎস মায়ের দুধ।’ তিনি কর্মজীবী মায়েদের মাতৃত্বকালীন সুরক্ষা বিধানে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রদত্ত বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে বর্তমান আওয়ামী লীগ সরকার শিশুকে মায়ের দুধ খাওয়ানোর হার বৃদ্ধি এবং মাতৃ ও শিশু পুষ্টি উন্নয়নের কার্যক্রম টেকসই করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ প্রধানমন্ত্রী বলেন, সরকার মাতৃত্বকালীন ছুটি বেতনসহ ৬ মাসে উন্নীত করেছে। সরকারি ও বেসরকারি অফিসে ব্রেস্টফিডিং কর্ণার স্থাপন করেছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল থেকে কর্মজীবী মায়েদের ভাতা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নের ফলে ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং ট্রেন্ডস ইনেসিয়েটিভ (ডব্লিউবিটিআই) ২০১৫ এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ১৫২টি দেশের মধ্যে তৃতীয় স্থান এবং ইন্টারন্যাশনাল বেবি ফুড এ্যাকশন নেটওয়ার্ক (আইবিএফএএন) ২০১৮ এর রিপোর্ট ‘স্টেট অব দ্য কোড নাই কান্ট্রি’ অনুযায়ী আইন প্রয়োগের ক্ষেত্রে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ মাতৃ ও শিশু পুষ্টি বিষয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

       

রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৮/টিপু