জাতীয়

‘নির্বাচনে অনিয়ম হবে না, এমন নিশ্চয়তা দেওয়া যাবে না’

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘নির্বাচনে অনিয়ম হবে না, এমন নিশ্চয়তা দেওয়া যাবে না।’ সম্প্রতি অনুষ্ঠিত পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন অনিয়মের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  ‘এ ধরনের নির্বাচনে অনিয়ম হয়েই থাকে। যেখানে বেশি অনিয়ম হয়েছে সেখানে আমরা বেশি অ্যাকশন নিয়েছি।  যেমন-বরিশালে বেশি অনিয়ম হয়েছে। সেখানে আমরা বাড়তি ব্যবস্থা নিয়েছি। নির্বাচনে অনিয়ম হলে যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার সেভাবে আমরা নিয়ন্ত্রণ করব।’ মঙ্গলবার নির্বাচন কমিশনের অডিটরিয়ামে ‘নির্বাচনি প্রক্রিয়ায় প্রতিবন্ধী নাগরিকগণের অংশগ্রহণে চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ আইনবিদ ড. কামাল হোসেন বলেছেন, ইসির প্রতি জাতি আস্থা রাখতে পারছে না- এ বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘ড. কামাল এটা কীভাবে দেখেন সেটা তো আমি জানি না। তার কাছে কোন জাতির কী পরিসংখ্যান আছে তাও তো জানি না। একটা কথা বলতে হলে জাতির পরিসংখ্যান হাতে নিয়ে বলতে হবে। জাতি কী তার কাছে বলেছে, আমরা আস্থা রাখতে পারছি না।’ নির্বাচনী পরিবেশের সুব্যবস্থা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অসুবিধা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখি না। সংবিধানের অনুসারে নির্বাচন হবে।’ জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, ‘প্রস্তুতি আগে থেকেই ছিল। অক্টোবরে তফসিল ঘোষণা হবে। ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন হবে। নিয়ম অনুযায়ী জানুয়ারির ২৮ তারিখের মধ্যে নির্বাচন করতে হবে। এখনো সিদ্ধান্ত হয়নি, কমিশন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৮/হাসিবুল/ইভা