জাতীয়

‘কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা’

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি। বাণিজ্য যেন আরো বাড়ানো যায় সেজন্য আমরা কমনওয়েলথ জোটভুক্ত দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে চাই। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসির সঙ্গে জোটভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। আমরা এফটিএ চুক্তি করার বিষয়টিও কমনওয়েলথ মহাসচিবকে জানিয়েছি। প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি বলেন, কমনওয়েলথ জোটভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে আমাদের মধ্যে বাণিজ্য হয় ৬০০ বিলিয়ন মার্কিন ডলার। আগামী ২০২০ সালের মধ্যে আমরা এটাকে ৭০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই। এজন্য কাজ করে যাচ্ছি আমরা। তিনি আরো বলেন, কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের মধ্যে ৪টি দেশ বিশ্ববাণিজ্য সংস্থার সঙ্গে যুক্ত। এটা আরো বাড়ানোর বিষয়ে কাজ করে যাচ্ছি আমরা। রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৮/নঈমুদ্দীন/সাইফ