জাতীয়

পলাতক আসামিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর দাবি

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসির দণ্ড কার্যকরের দাবি জানানো হয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদ এ দাবি জানায়। মানববন্ধনে সংসদের সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম, সাধারণ সম্পাদক নোমান হোসেন তালুকদার, সহসভাপতি বিকাশ মজুমদার জয়, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বিন সাঈদ, সাংগঠনিক সম্পাদক এম সাচ্চু আহম্মেদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এইচ এম তৌহিদুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কুদরত-ই-এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকর করার দাবি জানান। বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে কাজ করার ও আইনের শাসন বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন। সংসদের সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম উন্নয়নের চাকা সচল রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার জন্য সবাইকে আহবান জানান। রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৮/মামুন খান/সাইফ