জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার কলেজগেটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বহনকারী গাড়িতে ধাক্কা দিয়েছে একটি বাস। নিউভিশন পরিবহন নামের ওই বাস শুক্রবার রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কা দেয়। ওই সময় মন্ত্রী গাড়ির ভেতরে ছিলেন। নিরাপদ সড়কের দাবিতে চলা আন্দোলেনের শেষ দিকে পুলিশ ট্রাফিক সপ্তাহের ঘোষণা দেয়। ৬ দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেছিলেন। আর ছয় দিনের মাথায় শুক্রবার রাতে মন্ত্রীর গাড়ি বাসের ধাক্কার শিকার হলো। জানা গেছে, ঘটনার সময় গাড়িতে মূল চালক ছিলেন না। চালকের সহকারী গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ বাসটিকে জব্দ করে এবং বাসচালক ও হেলপারকে আটক করেছে। শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াদুল হক জানান, পেছন থেকে নিউভিশন পরিবহনের একটি বাস স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কা দেয়। পরে সঙ্গে সঙ্গে বাসটিকে জব্দ করা হয়। দুর্ঘটনার সময় বাসের হেলপার ইব্রাহীম খলিল ইমন (২২) বাসটি চালাচ্ছিলেন। তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। এ ঘটনায় মন্ত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১১ আগস্ট ২০১৮/নূর/ইভা