জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ভারী যানবাহন এড়িয়ে চলার অনুরোধ

সচিবালয় প্রতিবেদক : নাব্যতা সংকট দূর করতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে খনন কাজ (ড্রেজিং) চলায় হালকা যান নিয়ে ফেরি চলাচল করছে। খনন কাজ চলাকালীন ভারী যানবাহনকে এ নৌরুট এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক জরুরি  সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্বাভাবিক পলি পড়ায় নাব্যতা সংকটে  শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ড্রেজিং চলছে। এ পথে ছোট ছোট যানবাহন নিয়ে ফেরি চলাচল করছে। ভারী যানবাহনকে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করা যাচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বলেন, বাস, ট্রাক, লরিসহ ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। ড্রেজিং চলছে, আশা করছি শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। প্রসঙ্গত, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে এ সার্ভিস বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে ১৫ আগস্ট উপলক্ষে টুঙ্গিপাড়ায় ভিআইপিদের ফেরি পারাপার অনিশ্চিত হয়ে পড়েছে। তাছাড়া ফেরি পারাপার বন্ধ থাকলে ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে এখানে। ঈদুল আজহার ১০ দিন বাকি থাকতে গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিতের ঘটনা ঘটলো। রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৮/হাসান/সাইফ