জাতীয়

ঢামেক হাসপাতালে নওশাবা

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। কাজী নওশাবা আহমেদকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে ওই হাসপাতালের এমআরআই মেশিন নষ্ট থাকায় পরে তাকে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাইজিংবিডির ঢামেক প্রতিনিধি জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নওশাবা আহমেদকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। নওশাবা পেটের অসুখসহ কয়েকটি সমস্যায় ভুগছেন বলে মেডিসিন ওয়ার্ডের চিকিৎসকরা জানিয়েছেন। তাকে পপুলার হাসপাতালে এমআরআই করানোর জন্য নেওয়া হয়েছে। উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকালে ফেসবুকে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে কাজী নওশাবা আহমেদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার করে র‌্যাব। রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৮/মাকসুদ/রফিক