জাতীয়

মোবাইল ফোনে কলরেট বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : ভয়েস কলরেট বৃদ্ধি করতে দেশের মোবাইল ফোন অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার এ সংক্রান্ত নির্দেশনা দেয় সংস্থাটি। বিটিআরসির নতুন নির্দেশনায় মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সর্বনিম্ন ৪৫ পয়সা এবং সর্বোচ্চ ২ টাকা কলরেট করতে বলা হয়েছে অপারেটরদের। ফলে এখন থেকে মোবাইল ফোন অপারেটরদের দেওয়া সর্বনিম্ন কলরেট ২৫ পয়সা আর থাকছে না। একই সঙ্গে মোবাইল ফোনকলে অফনেট ও অননেট পদ্ধতিও থাকছে না। জানা গেছে, নতুন এই নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের খরচ বাড়বে প্রায় ৩০ শতাংশ। নতুন করে কলরেট বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেন, অফলাইন-অনলাইন ভয়েস কলে ন্যূনতম ৪৫ পয়সা রেট ও সর্বোচ্চ ২ টাকা রেট নিশ্চিত করতে সবগুলো মোবাইল টেলিফোন অপারেটরকে চিঠি পাঠানো হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৮/হাসান/রফিক