জাতীয়

১৫ আগস্টে কোনো হুমকি নেই : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কোনো হুমকি নেই। তারপরও রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া  হয়েছে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ৩২ নম্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় কেউ যেন সেলফি তোলায় ব্যস্ত না থাকেন সেজন্য  সতর্ক থাকতে হবে। সাংবাদিকদের প্রশ্নে মো. আছাদুজ্জামান মিয়া বলেন, হলি আর্টিজানে জঙ্গিরা বড় ধরনের অঘটন ঘটিয়ে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল। তাদের তৎপরতা আমরা নষ্ট করে দিয়েছি। মামলার ইতিমধ্যে সবকিছু বের করে তার তদন্ত প্রতিবেদন আদলতেও দেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৮/মাকসুদ/সাইফ