জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর ইঙ্গিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ইঙ্গিত দেন। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে আলোচনা হয়। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আমরা পারস্পরিক আলোচনা করছি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়টিকে সরকার ইতিবাচকভাবে দেখছে। আশা করছি, এন্ট্রিটা (চাকরিতে প্রবেশের বয়স) বাড়তে পারে। তবে অবসরের বয়স বাড়ানোর বিষয়ে নির্দেশনা নেই। যাই হোক না কেন খুব তাড়াতাড়ি জানতে পারবেন। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। সরকারি চাকরিপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছেন। বেশকিছু দিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়। রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৮/নঈমুদ্দীন/রফিক