জাতীয়

সংসদ ভাঙবে না, কার্যকাল পর্যন্ত চলবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংসদ ভাঙবে না। সংসদের কার্যকাল পর্যন্ত এই সংসদ চলবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৯ সেপ্টেম্বর যে সংসদ অধিবেশন ডেকেছেন সেটা হবে এই সংসদের শেষ অধিবেশন। সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য শেষে   সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। নির্বাচনকালীন সরকার কবে নাগাদ ঘোষণা করা হবে তা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন সরকার বিষয়ে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন। আমি না।’ সংসদ কবে নাগাদ ভাঙছে তা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সংসদ ভাঙবে না। সংসদের কার্যকাল পর্যন্ত এই সংসদ চলবে। নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে তা জানতে চাইলে মন্ত্রী আরো বলেন, এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব। তাই নির্বাচনকালীন সরকারের আকার উনিই (প্রধানমন্ত্রী) জানেন। কেননা, সংবিধান অনুযায়ী এটা ওনার দায়িত্ব। আরপিও সংশোধনীর বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, আরপিও সংশোধনীর বিষয়ে ভোটিং ও আইনি পরামর্শের জন্য ফাইলটি আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পৌঁছেছে। আমার কাছে এখনো আসেনি। লেজিসলেটিভ বিভাগ সেটা দেখবে তারপর তা আমারে কাছে পাঠাবে। এর আগে ঢাকা জেলা রেজিস্ট্রার কার্যালয় কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী। নিবন্ধন কার্যালয়ের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক। রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৮/মেহেদী/সাইফ