জাতীয়

বাংলাদেশ ভালো থাকলে পশ্চিমবঙ্গও ভালো থাকে : মমতা

রাইজিংবিডি ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ ভালো থাকলে পশ্চিমবঙ্গও ভালো থাকে। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন। ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় শুভেচ্ছা জানান। একই সঙ্গে ভবিষ্যতেও বাংলাদেশ-ভারতের মধ্যে সুদৃঢ় সম্পর্ক থাকবে বলেও জানিয়েছেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব বৈদ্যুতিক লাইন রয়েছে তা দুদেশের সম্পর্কের সোনালী প্রতীক হয়ে আছে।’ রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৮/সাইফ