জাতীয়

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে পিইউআইসির ভূমিকা গুরুত্বপূর্ণ’

সংসদ প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নতুন দ্বার উন্মোচন করেছেন। রোহিঙ্গাদের টেকসই, শান্তিপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনের জন্য পিইউআইসি’র ভূমিকা গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের পাশে থাকার প্রত্যয়ে পিইউআইসি তথা ইসলামী সংহতি কার্যকর ভূমিকা রাখবে। তিনি পিইউআইসি’র সদস্য রাষ্ট্রগুলোর পার্লামেন্ট অধিবেশনে পার্লামেন্ট সদস্যদের প্রতি রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্য ওআইসি মেম্বার স্টেটস (পিইউআইসি)- এর ১৯ সদস্যের একটি প্রতিনিধি দলের  সদস্যদের সঙ্গে মঙ্গলবার ঢাকায় সংসদ ভবনের শপথ কক্ষে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মরক্কোর ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ কুজাইন। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে পিইউআইসি’র সমর্থনের জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান স্পিকার। তিনি ইসলামিক দেশগুলোকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো এবং রোহিঙ্গাদেরকে দেশে ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি যৌথভাবে কর্মকৌশল গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুতে যে ৫(পাঁচ) দফা প্রস্তাব উত্থাপন করেছেন তার ভিত্তিতেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে তিনি উল্লেখ করেন। মোহাম্মদ কুজাইন বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতা।’ মানবতা যাতে লঙ্ঘিত না হয় সেজন্য মুসলিম দেশসমূহের একসঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে উদারতা ও মহানুভবতার পরিচয় দিয়েছে সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে পিইউআইসি সবসময় বাংলাদেশের পাশে থাকবে।’ প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের বাস্তব অবস্থা সরেজমিনে দেখার জন্য কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করেন। মতবিনিময় সভায় বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি, হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ শাহাব উদ্দিন এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদার। পিইউআইসি’র সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কোরাইশী নিয়াস, সদস্য রাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি স্পিকার এবং পার্লামেন্ট মেম্বারগণ উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৮/আসাদ/শাহনেওয়াজ