জাতীয়

বিমানের র‌্যাফট খুলে পড়ার ঘটনা তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক : নতুন উড়োজাহাজ আকাশবীণার এমার্জেন্সি এক্সিট ডোরের র‌্যাফট খুলে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল গণমাধ্যমকে বলেছেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। সেক্ষেত্রে কারো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’ বুধবার বিমান সচিব মো. মহিবুল হক সচিবালয়ে বলেন, ‘বিমান বাংলাদেশ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভুল বাটনে চাপ দেওয়ায় এ ঘটনা ঘটেছে। তারপরও তদন্ত হলেই বিস্তারিত জানাব।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘দরজাটি (র‌্যাফট) একবার খুললে দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। এটা ইমার্জেন্সি এক্সিট ডোর। মোস্তাফিজুর নামে একজন বাটনে চাপ দেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’ বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বিমানটির র‌্যাফটি খুলে পড়ে। গত ৫ সেপ্টেম্বর দুপুরে আকাশবীণার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৮/মাকসুদ/রফিক