জাতীয়

খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট রোববার

নিজস্ব প্রতিবেদক : জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে গঠিত মেডিক্যাল বোর্ড আগামীকাল রোববার প্রতিবেদন জমা দেবে। শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে শনিবার বেলা সাড়ে ৩টার কিছু পরে পুরাতন কেন্দ্রীয় কারাগারে যান মেডিক্যাল বোর্ডের পাঁচ সদস্য। এক ঘণ্টার বেশি সময় ধরে তারা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন । পরে কারাফটকে এসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, বোর্ডের সদস্যরা ওনার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। রোববার  বোর্ড সদস্যরা অফিসিয়ালি রিপোর্ট দেবেন। তিনি জানান, ওনার আগের যে সমস্যাগুলো ছিল যেমন- আর্থাইটিস, হাঁটুতে ব্যথা ও হৃদযন্ত্রে ব্যথা, সেসব এখনো আছে। দেশের বাইরে খালেদা জিয়াকে নেওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে বোর্ডের মতামত ছাড়া কিছু বলা যাবে না।

     

রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৮/নূর/রফিক