জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে গেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। হাইকমিশন সূত্র জানায়, হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় দল পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবে। সোমবার ঢাকা থেকে একটি ফ্লাইটযোগে সকাল ৯টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় শ্রিংলার নেতৃত্বে প্রতিনিধি দলটি। সকাল সাড়ে ১০টার দিকে মেরিন ড্রাইভ (সৈকতঘেঁষা সড়ক) দিয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে গাড়িযোগে যাত্রা করেন শ্রিংলা। গত বছরের মাঝামাঝি সময়ে মিয়ানমার সেনাবাহিনী নিধনযজ্ঞ শুরু করলে বাংলাদেশ অভিমুখে শরণার্থীদের ঢল নামে। এ পর্যন্ত এদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখেরও বেশি বলে হিসাব বিভিন্ন সংস্থার। রোহিঙ্গাদের সসম্মানে প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতায় কাজ করছে বাংলাদেশ। এ সংকট নিরসনে বরাবরই বাংলাদেশের পাশে থাকার কথা বলছে ভারত। এমনকি এর আগে একাধিক দফায় রোহিঙ্গাদের জন্য ত্রাণও পাঠায় তারা। রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৮/হাসান/ইভা