জাতীয়

‘মাদকাসক্ত শিশুদের চিকিৎসায় শিশু ওয়ার্ড চালু হচ্ছে’

সংসদ প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিভিন্ন নিরাময়কেন্দ্রে মাদকাসক্ত শিশুদের চিকিৎসার জন্য শিশু ওয়ার্ড চালু করা হচ্ছে। মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার জাতীয় সংসদে মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, বিদ্যমান আইনকে যুগোপযোগী করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দেশব্যাপী মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ২০০৯ সাল থেকে মে ২০১৮ পর্যন্ত ৫৬ হাজার ৫৭৪টি মাদকবিরোধী আলোচনা সভা ও সেমিনার হয়েছে। এছাড়া, দেশের ২৮ হাজার ১৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। পাঠ্যপুস্তকে ধূমপান ও মাদকাসক্তির ক্ষতিকর দিক ও প্রতিকারের বিভিন্ন দিক অন্তর্ভুক্তকরণ অব্যাহত রয়েছে। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমেও মাদকাসক্তির ক্ষতিকর দিক ও প্রতিকারের বিভিন্ন দিক প্রচার করা হচ্ছে। তিনি আরো বলেন, দেশের বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ২৭ হাজার ৫৯ জন মাদকাসক্ত রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের শয্যা সংখ্যা ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এ কেন্দ্রটি ২৫০ শয্যার উন্নীত করার পাশাপাশি ১৫৮ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া, সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যার নিরাময়কেন্দ্র স্থাপন করার পাশাপাশি ২৬২টি বেসরকারি নিরাময়কেন্দ্র করার লাইসেন্স দেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬২ হাজার ৪৪৭টি মামলায় ৮৩ হাজার ৩২৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। যুবসমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষায় দেশজুড়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৮/আসাদ/রফিক