জাতীয়

ঈশ্বরচন্দ্র ঊনবিংশ শতকের শ্রেষ্ঠ বাঙালি : ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতকের শ্রেষ্ঠ বাঙালি। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগ এবং বিদ্যাসাগর সোসাইটি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সংস্কৃত বিভাগের চেয়ারম্যান ড. চন্দনা রাণী বিশ্বাসের সভাপতিত্বে সেমিনার উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জিষ্ণু প্রসন্ন মুখার্জী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. নারায়ণ চন্দ্র বিশ্বাস স্বাগত ভাষণ দেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন ও বহুবিবাহ রোধসহ সমাজ সংস্কারে অসামান্য অবদান রেখে গেছেন। বাংলা ভাষার সংস্কার ও উৎকর্ষ সাধনেও তিনি অনন্য ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেন। রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৮/ইয়ামিন/সাইফ