জাতীয়

ইন্টারন্যাশনাল পিস ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক : ‘আমরা শান্তির পাখি, সারা বিশ্বকে মোরা ডাকি’  এই স্লোগান নিয়ে ইন্টারন্যাশনাল পিস ডে উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) ও জয় জগৎ ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার যৌথভাবে র‌্যালির আয়োজন করে। শনিবার সকালে সুপ্রিম কোর্ট থেকে শান্তির প্রতীক পায়রা আকাশে উড়িয়ে র‌্যালি শুরু হয়। নানান রঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে শান্তির বাণীর সম্বলিত গান ‘আমরা শান্তির পাখি, সারা বিশ্বকে মোরা ডাকি, এসো মুসলিম এসো হিন্দু, এসো বৌদ্ধ এসো খ্রিষ্টান, গড়ি এক মানবজাতি’, গাইতে গাইতে র‌্যালি প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। বিমসের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর নেতৃত্বে র‌্যালিতে ইন্টারন্যাশনাল পিস একটিভিটিস্ট ড. পিভি রাজা গোপাল, তানজেনিয়ার ইন্টারন্যাশনাল মেডিয়েটরপিস একটিভিটিস্ট মেডলাইন, নেপালের ইন্টারন্যাশনাল মেডিয়েটর জগৎ বাহাদুর দেউজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুস সালাম মন্ডল, বিমসের মুখপাত্র অ্যাডভোকেট মো. আলমগীর হোসেনসহ দুই শতাধিক শান্তিকামী মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করেন। রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৮/মেহেদী/ইভা