জাতীয়

ডিএসসিসি চালক-শ্রমিক ইউনিয়নে পুনঃনির্বাচন দাবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  যানবাহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি. নং-২২০১) দ্বি-বার্ষিক নির্বাচনে (২০১৮-২০২০) গঠিত কমিটি সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেছেন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশগ্রহণকারী প্রার্থী মো. মহিউদ্দিন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই দাবি জানান। সংবাদ বিজ্ঞপিতে মহিউদ্দিন বলেন, ‘এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের কাছে নির্বাচন বাতিল ও পুনঃ নির্বাচন দেয়ার জন্য একটি আবেদন করি। তিনি আবেদন গ্রহণ না করে আমাদের প্রতিপক্ষের প্রতি সমর্থন করেছেন। তার এ পক্ষপাতমূলক আচরণই প্রমাণ করে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়নি। আমাদের প্রতিপক্ষ আমাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছে ও মারধর করেছে। এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে আমাদের সাংগঠনিক ভিত নড়বড়ে করে পরাজয়ের ব্যবস্থা করেছেন।’ তিনি অভিযোগ করেন, ‘ইচ্ছাকৃতভাবে ব্যালট পেপারে আমাদের প্রতীকগুলো ছোট আকারে ছাপানো হয়েছে। শুধু তাই নয়, আইডি কার্ড পরীক্ষা না করে ভুয়া ভোটারদের ভোট দেয়ারও সুযোগ করে দেওয়া হয়েছে।’ এ নির্বাচন বাতিল করে পুনরায় ভোট গ্রহণ করার দাবি জানান তিনি। রাইজিংবিডি/ঢাকা/২৫ সেপ্টেম্বর ২০১৮/আসাদ/শাহনেওয়াজ