জাতীয়

জাপানি কোম্পানি ইয়ানমারের সঙ্গে যুক্ত হলো এসিআই মোটরস

অর্থনৈতিক প্রতিবেদক : বিশ্বখ্যাত জাপানি কোম্পানি ইয়ানমারের সঙ্গে যুক্ত হলো এসিআই মোটরস। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে ধানের চারা রোপণযন্ত্র (রাইস ট্রান্সপ্লান্টার) এবং ধান-গম কাটা, মাড়াই ও বস্তাবন্দি করার যন্ত্র (কম্বাইন্ড হারভেস্টার) বিপণনে এসিআই মোটরসের সঙ্গে ইয়ানমারের ব্যবসায়িক চুক্তি হয়। চুক্তি স্বাক্ষরকালে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এসিআই মোটরস বাংলাদেশের কৃষকদের কাছে কৃষি যন্ত্রপাতি বিতরণে একটি পরিচিত নাম। কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন ও কৃষিকাজকে আধুনিকায়নের উদ্দেশ্যে ২০০৭ সাল থেকে এসিআই মোটরস লিমিটেডের যাত্রা শুরু। বর্তমানে এসিআই মোটরস বাংলাদেশের কৃষকের চাহিদা অনুযায়ী সকল প্রকার আধুনিক ও মানসম্মত কৃষি যন্ত্রপাতি দেশব্যাপী সরবরাহ করে আসছে। রাইজিংবিডি/ঢাকা/৩ অক্টোবর ২০১৮/নাসির/রফিক