জাতীয়

‘গ্রেনেড হামলার রায়কে ঘিরে বিশৃঙ্খলার শঙ্কা নেই’

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে বিশৃঙ্খলার কোনো শঙ্কা নেই। সোমবার বিকেলে ঢাকা ক্লাবে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রায়ের মাধ্যমে জাতি একটি কলঙ্ক থেকে মুক্তি পাবে। নৃশংস গ্রেনেড হামলার বিচারও মানুষ দেখতে পাবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসপিও সেমিনার শেষে মন্ত্রী বলেন, ‘দেশের জনগণ এ মামলার রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলার শঙ্কা নেই। আইন তার নিজস্ব গতিতে সাজা নিশ্চিত করবে।’ উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলার রায় ঘোষণার জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সেই হামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

       

রাইজিংবিডি/ঢাকা/৮ অক্টোবর ২০১৮/মাকসুদ/রফিক