জাতীয়

নৌ বাহিনীর প্রাক্তন প্রধান এম এইচ খান আর নেই

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ নৌ বাহিনীর প্রাক্তন প্রধান রিয়ার এডমিরাল মোশাররফ হোসেন খান (অব:) আর নেই। বার্ধক্যজনিত কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি --- রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর মৃত্যুতে আত্মীয় স্বজন ও নৌবাহিনীর সর্বস্তরের সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন। রিয়ার এডমিরাল মোশাররফ হোসেন খান (এম এইচ খান) ৭ নভেম্বর ১৯৭৩ সাল থেকে ৩ নভেম্বর ১৯৭৯ সাল পর্যন্ত নৌ বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্ব পালনকালে ১৯৭৪ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নৌ বাহিনীর বৃহত্তম প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা ঈসা খানকে কমিশনিং এবং নৌবাহিনীকে ‘নেভাল এনসাইন’ প্রদান করেন। তাছাড়া, জাতির পিতার দিক নির্দেশনায় নৌ সদর দপ্তর প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ার সূত্রপাত তাঁর সময়ে হয়। মরহুমের নামাজে জানাজা সোমবার (১৫ অক্টোবর) বাদ জোহর ঢাকা সেনানিবাসে বানৌজা হাজী মহসীনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাজধানীর বাংলামটরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন হবে। উল্লেখ্য, রিয়ার এডমিরাল এম এইচ খান ১৯৩২ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ সালের ১ জানুয়ারি নৌ বাহিনীতে যোগদান করেন। তিনি স্ত্রী, একমাত্র পুত্র ও অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন। রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৮/নূর/শাহনেওয়াজ